প্রিয়জনকে নতুন বছরে পাঠান দারুন সব মেসেজ 2025

নতুন বছর স্বাগতম জানিয়ে প্রিয় মানুষ কে মেসেজ পাঠানো আমাদের কাছে একটি সাধারণ বিষয়। আপনারা অনেকে অনলাইনে সার্চ করেন প্রিয়জনকে নতুন বছরের স্বাগতম জানানোর জন্য বিভিন্ন রকম মেসেজ। আপনারা যারা খোঁজাখুঁজি করছেন তাদের জন্য আজকে আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ।

প্রিয়জনকে নতুন বছরে পাঠান দারুন সব মেসেজ 2025


পোষ্টসূচিপত্রআজকে আর্টিকেল জুড়ে থাকছে প্রিয়জনকে নতুন বছরে পাঠানোর দারুন সব মেসেজ ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য। 

প্রিয়জনকে নতুন বছরে পাঠান দারুন সব মেসেজ ২০২৫

প্রিয়জনকে নতুন বছরের পাঠানো দারুন সব মেসেজ ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনি আপনার প্রিয়জনকে খুব সহজে নতুন বছরেশুভেচ্ছা জানাতে পারবেন এই মেসেজগুলোর মাধ্যমে। চলুন দেরি না করে তাহলে মেসেজগুলো দেখা যাক।
(১)

সুখের ঝর্ণার মত সম্পর্ক বন্ধুত্ব
প্রেম এবং বন্ধুত্ব একটি সুন্দর সম্পর্ক,
আসছে এবং যাচ্ছে বছরের পর বছর
কিন্তু তোমার আমার বন্ধুত্ব সম্পর্ক সবসময় থেকে যায়
শুভ নববর্ষ বন্ধু।

(২)

আলো বয়ে নিয়ে এসেছে নতুন বছর
তোমার ভাগ্যর তালা খুলুক
আল্লাহ তোমার প্রতি সবসময় সদয় থাকে
তোমার জন্য প্রিয় বন্ধু এটাই প্রার্থনা করি
শুভ নববর্ষ বন্ধু।

(৩)

সময় যাবে আসবে, তেমনি পুরাতন বছর যাবে নতুন বছর আসবে।
কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা অবিরাম থাকবে কখনো কমবে না।
শুভ নববর্ষ প্রিয়।

(৪)
যেন কেউ কারো মনে আঘাত না করে
এমনই হোক নতুন বছরটি সবার।
সবার জন্য রইল প্রাণ ভরা শুভেচ্ছা ও আশীর্বাদ
শুভ নববর্ষ।

(৫)
নতুন করে সাজাও তোমার জীবন নতুন বছরে
নতুন আগমনের সুন্দর হোক তোমার জীবন।
হ্যাপি নিউ ইয়ার

(৬)
সুখের শান্তিতে রাখেন যেন সৃষ্টিকর্তা তোমায় চিরকাল।
শুধু একটি বছর নয় প্রতিটি বছরে যেন আল্লাহ তোমাকে ভালো রাখে সবসময়।
হ্যাপি নিউ ইয়ার

(৭)
মানুষের দেহ যেমন আত্মা ছাড়া মূল্যহীন,
ঠিক তেমনি আমার জীবন তোমার ভালবাসা ছাড়া মূল্যহীন, অপরিপূর্ণ। আমার অপূর্ণ জীবনটাকে পরিপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে তোমার জানাই নতুন বছরের শুভেচ্ছা । শুভ নববর্ষ জান পাখি

(৮)
তুমি আমার সেই মানুষ যে মুখ দেখেই
বলতে পারো মনের খবর।
আসলেই তোমার ছাড়া আমার জীবন অচল। সারাজীবন এভাবেই পাশে থাকিস।
happy new year

(৯)
আজও আছি সেই পাশাপাশি,
জিবনের শেষ দিনও বলতে চাই তোমাকে ভালোবাসি,
শুভ নববর্ষ প্রিয়

(১০)
আজকের এই সুন্দর দিনে তোমার
নতুন বছরের আগমন।
দোআ করি এই বছরে যেনো তোমার
জীবনে বার বার ফিরে আসে, হয়ে শুভক্ষন।শুভ নববর্ষ শাশুরীর মেয়ে

(১১)
নতুন পোশাক নতুন সাজ,, নতুন বছর শুরু আজ
মিষ্টি মন মিষ্টি হাসি, তোমায় শুভেচ্ছা জানাই রাশি রাশি
সব দুঃখ কষ্ট ভুলে,, বিদায় দাও ২০২৪ কে
বরণ করে নাও ২০২৫ কে

(১২)
কাটবে রাত, আসবে প্রভাব
যাক পুরাতন যাক মুছে যাক,
নতুন বছরের নতুন আশা, সঙ্গে থাকুক ভালোবাসা।
হ্যাপি নিউ ইয়ার প্রিয়।

(১৩)
তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা
তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা
তোমার জন্য সব সুর,তোমার জন্য ছন্দ
নতুন বছরে বয়ে আনুক হাজারো আনন্দ
হ্যাপি নিউ ইয়ার প্রিয়

(১৪)
নতুন প্রভাতের নতুন আলোকে, স্বাগতম জানাই এই ধরণীকে।
happy new year

(১৫)
নতুন আশা নতুন রোদ,নতুন আলোর নতুন ভোর
মিষ্টি হাসির দুষ্টু চোখ, স্বপ্নগুলো সত্যি হোক।
হ্যাপি নিউ ইয়ার ২০২৫

(১৬)
পুরনোকে ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করি।
সকল দুঃখ কষ্ট মুছে যাক, মঙ্গল হোক নতুন বছর।
হ্যাপি নিউ ইয়ার

(১৭)
২০২৪ সালকে বিদায় দিলাম,
নতুন বছরকে বরণ করলাম।
এক বছর প্রেমের পার করলাম, তাইতো প্রিয় মানুষকে শুভেচ্ছা দিলাম,
শুভ নববর্ষ প্রিয়।

(১৮)
বছরে শেষ ডিসেম্বর দিয়ে, আগমন৷ শুরু হয় জানুয়ারি দিয়ে।
আর তোমাকে জানালাম নতুন বছরে শুভেচ্ছা আদর যত্ন করে।
 happy new year

(১৯)
সময় বদলায় নতুন ক্যালেন্ডার
নতুন সুরে তালে বদলালো একটি কাল
তাইতো একটি বছর পার করে আবারো চলে এলো হ্যাপি নিউ ইয়ার।

(২০)
২০২৪ এ যত কষ্ট দুঃখ আছে তোমার জীবনে
সব কষ্ট দুঃখ ভুলে যেয়ে, নতুন করে জীবন সাজা দুই হাজার পঁচিশে।
happy new year

(২১)
আসসালামু আলাইকুম
আমার সালাম টা নিবেন...!
কাউকে কষ্ট দিলে ক্ষমা করবে।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
হ্যাপি নিউ ইয়ার ২০২৫

(২২)
প্রথম দিন নয় বছরে প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত
যেন তোমার আরো সুখময় কাটুক, তোমাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা
happy new year 2025

(২৩)
ফুরিয়ে গেল একটি বছর 😔
সময় হলো বিদায় বেলার ☺️
নতুন দিনের নতুন ভাবে ☺️
দেখা হবে আবার দুজনার।
happy new year 2025

(২৪)
যেটুকু ভুল ছিল শুধরে নিও,, না পাওয়া কষ্ট টুকু ভুলে যেও। সবারে বাসবে ভালো এমন প্রত্যাহে শুরু হোক নতুন বছর।
happy new year 2025

(২৫)
আকাশের জন্য নীলিমা, তোমার জন্য পূর্ণিমা।
পাহাড়ের জন্য ঝরনা, নদীর জন্য মোহনা।
আর তোমার জন্য রইল নতুন বছরের শুভকামনা
happy new year 2025

(২৬)
ফুল ফুটেছে বনে বনে,, ভাবছি তোমায় মন মনে।
বলছি তোমায় কানে কানে
happy new year 2025

(২৭)
নতুন সকাল নতুন আলো
নতুন দিন হোক ভালো দুঃখকে ভুলে যাই,নতুন কিছু স্বাগতম জানায়।
happy new year 2025

(২৮)
আই ছেলেরা আয় মেয়েরা নামাজ পড়তে যায়।
রাস্তাঘাটে বসে থেকে কোন লাভ নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন। এসো আমরা নামাজ পড়ি ধন্য করি জীবন। নতুন বছরের শুভেচ্ছা

(২৯)
হারিয়ে গেল একটি বছর, শুরু হলো নতুন বছর।
জানিনা আমি কার কাছে কেমন, জানিনা সারাটা বছর কাকে কতটা আঘাত দিয়েছি।
হয়তোবা অনেক ভুল করছি, হয়তোবা অনেককে কষ্ট দিয়েছি। সবাই আমার ভুলগুলোকে ক্ষমা করে দিও বন্ধু। নতুন বছর যেন সবাইকে, ভালো রাখতে পারি। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
happy new year 2025

শেষ কথা। প্রিয়জনকে নতুন বছরে পাঠান দারুন সব মেসেজ 2025 

আজকে আর্টিকেল একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যদি আপনাদে র ভালো লাগে তবে অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। এমন নতুন নতুন তথ্য পেতে আমাদের এই webside প্রতিনিয়ত ভিজিট করবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url