সেন্টমার্টিন হোটেল লিস্ট ও ভাড়ার তালিকা ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন
আসসালামু আলাইকুম আপনি যদি সেন্টমার্টি হোটেল লিস্ট ও ভাড়া তালিকা ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান?তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের আর্টিকেলটি আমরা সাজিয়েছি আপনাদের জন্য সেন্টমার্টটি হোটেল লিস্ট ও ভাড়ার তালিকা ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে।
পোস্টসূচিপত্রআপনি যদি সেন্টমার্টি ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই থাকার জন্য ভালো রিসোর্ট ও ভাড়া সম্পর্কে আপনাকে জানতে হবে।
সেন্টমার্টিন রিসোর্ট বা হোটেল লিস্ট
বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ ঘোষ সেন্টমার্টিন। আর সেন্টমার্টিনে ভ্রমণের জন্য খুব উপযোগী একটি জায়গা। তবে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ঘুরার জন্য উপযোগী সময়। আপনি যদি সেন্টমার্টিন ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনার জেনে থাকা উচিত সেন্টমারটি রিসোর্ট বা হোটেল লিস্ট সম্পর্কে।
আরো পড়ুন:সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত? সাজেক ভ্যালি ভ্রমণ ও সৌন্দর্য টিপস সম্পর্কে বিস্তারিত জানুন
কারণ থাকার জন্য একটি উপযোগী জায়গা প্রয়োজন। আপনার যদি জানা না থাকে তাহলে অবশ্যই আজকের আর্টিকেলে মাধ্যমে সেন্টমার্টিন রিসোর্ট বা হোটেল সম্পর্কে বিস্তারিত জেনে নিন। চলুন দেরি না করে জানা যায় সেন্টমার্টিন রিসোর্ট লিস্ট সম্পর্কে।
সেন্টমার্টি রিসোর্ট নাম:
- আটলান্টিক রিসোর্ট বা হোটেল
- ব্লু মেরিন রিসোর্ট বা হোটেল
- গোধূলী ইকো রিসোর্ট বা হোটেল
- জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট বা হোটেল
- ফ্যান্টাসি রিসোর্ট বা হোটেল
- কিংশুক ইকো রিসোর্ট বা হোটেল
- মিউজিক ইকো রিসোর্ট বা হোটেল
- নীল দিগন্ত রিসোর্ট বা হোটেল
- দ্যা বিচ ক্যাম্প রিসোর্ট বা হোটেল
- নীল দিগন্ত রিসোর্ট বা হোটেল
- সী ভিউ রিসোর্ট বা হোটেল
- লাবিবা বিলাস রিসোর্ট বা হোটেল
- সী ইন রিসোর্ট বা হোটেল
- সীমানা পেরিয়ে রিসোর্ট বা হোটেল
- কোরাল ভিউ রিসোর্ট বা হোটেল
আটলান্টিক রিসোর্ট বা হোটেল: আটলান্টিক রিসোর্ট বা হোটেলটি পশ্চিমে বীচে অবস্থিত। রাত্রি যাপন করার জন্য ৪৩ টি কক্ষ রয়েছে আটলান্টিক রিসোর্ট। তবে অবশ্যই সাগরের পাশে রুমগুলো হওয়াই সাগরের দৃশ্য কাছ থেকে উপভোগ করা যায়।
আর জোয়ারের সময় আটলান্টিক রিসোর্ট একে বার সমুদ্রের পানি চলে আসে। আটলান্টিক রিসোর্ট বা হোটেল ভাড়া ৭০০০ টাকা থেকে ১৫৫০০ টাকা পর্যন্ত। আটলান্টিক রিসোর্ট বা হোটেল যোগাযোগ করতে পারেন এই নাম্বারে - ০১৭১৯৫৮৪৮৯৯
হোটেলের সুবিধা সমূহ :
- হোটেলের খাবারের সুব্যবস্থা
- হোটেলের বিচ ভিউ রুম
- ফোনে কানেকশন ISD & NWD
- টিভির ব্যবস্থা
- রিসোর্টে লন্ডি সার্ভিস
ব্লু মেরিন রিসোর্ট বা হোটেল: ব্লু মেরিন রিসোর্ট বা হোটেল অবস্থান সেন্টমার্টিন দ্বীপের ফেরিঘাটের খুব কাছে। লাক্সারিয়াস রিসোর্ট সবচেয়ে সেন্টমার্টিন দ্বীপে অন্যতম।ব্লু মেরিন রিসোর্ট বা হোটেল ৪১ টি কক্ষ রয়েছে ব্লু মেরিন রিসোর্ট বা হোটেল ভাড়া ৬০০০ ঢাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। ব্লু মেরিন রিসোর্ট বা হোটেল যোগাযোগ করতে পারবেন -০১৭১৩৩৯৯০০১
ব্লু মেরিন রিসোর্ট সুবিধা সমূহ :
- ব্লু মেরিন রিসোর্ট এসি রুম ভিআইপি ব্যবস্থা
- ব্লু মেরিন রিসোর্ট নিজস্ব রেস্টুরেন্ট
- ব্লু মেরিন রিসোর্ট বিচ ভিউ রুম
গোধূলী ইকো রিসোর্ট বা হোটেল: সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বিচে অবস্থিত গোধূলী ইকো রিসোর্ট। গোধূলী ইকো রিসোর্ট বা হোটেল চারিদিকে রয়েছে নারিকেল। গোধূলী ইকো রিসোর্ট বা হোটেল অনেক ধরনের ক্যাটাগরির রুম পাওয়া যায়।
যেমন: হানিমুন কটেজ,প্রিমিয়াম কটেজ, টেন্ট ডিলাক্স, সুপার ডিলাক্স কটেজ,ইত্যাদি।গোধূলী ইকো রিসোর্ট বা হোটেল ভাড়া ৩০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত।গোধূলী ইকো রিসোর্ট বা হোটেল যোগাযোগের মাধ্যম - ০১৭৭৮৮১৬৭২২
গোধূলী ইকো রিসোর্ট সুবিধা সমূহ
- সকালে ব্রেকফাস্ট
- মিনারেল ওয়াটার ব্যবস্থা
- নিজস্ব রেস্টুরেন্ট
- ক্যান্ডেল লাইট ডিনার ব্যবস্থা
- রুম সার্ভিস ব্যবস্থা
- সিকিউরিটি গার্ড ব্যবস্থা
- ২৪ ঘন্টা পানির ব্যবস্থা
- ২৪ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা
- প্রশস্ত মাচান ব্যবস্থা
- বিচ সেয়ার ব্যবস্থা
- নামাজ পড়া ব্যবস্থা
- রুমের সামনে বড় খোলা অংশ
- নারকেল বাগান
জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট বা হোটেল: সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বীচের পাশে অবস্থিত জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট বা হোটেল । জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট চারপাশ দিয়ে রয়েছে প্রচুর নারিকেল গাছ। আর সামনে রয়েছে সমুদ্র সৈকত।
আড্ডা দেয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে মাচার। জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট বা হোটেল কক্ষ রয়েছে ১৫ টি।জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট বা হোটেল ভাড়া ৩৫০০ টাকা থেকে ৮০০০ পর্যন্ত। যোগাযোগের মাধ্যম ০১৩১৬৫৬৮৯৭০
ফ্যান্টাসি রিসোর্ট বা হোটেল: ২০২০ সালে উদ্ভোধন হয় ফ্যান্টাসি রিসোর্ট বা হোটেল । ফ্যান্টাসি রিসোর্ট বা হোটেল ভাড়া ৬০০০ টাকা থেকে ১৩,০০০ টাকা পর্যন্ত। ফ্যান্টাসি রিসোর্ট বা হোটেল যোগাযোগের মাধ্যম - ০১৮৪৪৪৮৮০৮৩
ফ্যান্টাসি রিসোর্ট সুবিধা সমূহ
- ইন্টারনেটের হাইস্পিড সুব্যবস্থা
- স্যাটেলাইট টিভি চ্যানেল ব্যবস্থা
- সিসি ক্যামেরার ব্যবস্থা
- নিজস্ব রেস্টুরেন্ট
- ব্রেকফাস্ট এর ব্যবস্থা
- এসি রুমের ব্যবস্থা
- তাবুতে থাকার জন্য ব্যবস্থা
কিংশুক ইকো রিসোর্ট বা হোটেল: কিংশুক ইকো রিসোর্ট বা হোটেল একবারে বিচের পাশে অবস্থিত। একদম নিরিবিরি একটি ইকো রিসোর্ট। কিংশুক ইকো রিসোর্ট বা হোটেল ভাড়া ৩০০০ টাকা থেকে ৪৫০০ টাকা পর্যন্ত। কিংশুক ইকো রিসোর্ট বা হোটেল যোগাযোগ করুন ০১৯৬৮৮৭৭৭৩১
কিংশুক ইকো রিসোর্ট সুবিধা সমূহ
- তাবুর ব্যবস্থা
- নিজস্ব রেস্টুরেন্ট
- বিচ ভিউ রুম
- সর্বদা পানির ব্যবস্থা
মিউজিক ইকো রিসোর্ট বা হোটেল: সেন্ট মার্টিন দ্বীপে শেষ সীমানায় অবস্থিত মিউজিক ইকো রিসোর্ট বা হোটেল ।এ হোটেলে থাকার ব্যবস্থা কিছুটা ভিন্ন। তাঁবু ও কন্টেইনার থাকতে হয়।৭টি তাঁবু ও ৫ টি কন্টেইনার। মিউজিক ইকো রিসোর্ট বা হোটেল থেকে দ্বীপের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করা যায় ।
তবে অবশ্যই এই হোটেলে যেতে অনেক কষ্ট হয় কিন্তু থাকার পর সেটা ভুলে যায়। মিউজিক ইকো রিসোর্ট বা হোটেল তাঁবু ভাড়া ৩০০০/৪০০০/৬০০০ টাকা এবং কন্টেইনার ভাড়া ৪০০০/৫০০০ টাকা। মিউজিক ইকো রিসোর্ট যোগাযোগ করুন - ০১৩০৪১২২৭৮৮
মিউজিক ইকো রিসোর্ট সুবিধা সমূহ
- তাবু
- শব্দবিহীন শান্ত পরিবেশ
- ছেঁড়াদ্বীপে হেঁটে যেতে সময় লাগে ১৫ মিনিট
- মিউজিক ইকো রিসোর্ট কাছে রয়েছে ম্যানগ্রোভ বন
- সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার ব্যবস্থা
নীল দিগন্ত রিসোর্ট বা হোটেল: দক্ষিণা ও পশ্চিমে কোনাপাড়া অবস্থিত নীল দিগন্ত রিসোর্ট বা হোটেল । ৩৮ টি রুম রয়েছে। নীল দিগন্ত রিসোর্ট বা হোটেল ভাড়া ৩৫০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত। নীল দিগন্ত রিসোর্ট বা হোটেল যোগাযোগ করুন - ০১৭৩০০৫১০০৯
দ্যা বিচ ক্যাম্প রিসোর্ট বা হোটেল: সবচেয়ে বড় বিচ ভিউ রিসোর্ট দ্যা বিচ ক্যাম্প রিসোর্ট বা হোটেল।এই রিসোর্ট টি সাজানো হয়েছে সম্পূর্ণ বাঁশ, কাঠ, টিনের দিয়ে। আপনারা যারা শান্ত পরিবেশ পছন্দ করে তাদের জন্য এই দ্যা বিচ ক্যাম্প রিসোর্ট বা হোটেলটি।দ্যা বিচ ক্যাম্প রিসোর্ট বা হোটেল ভাড়া ২৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত। দ্যা বিচ ক্যাম্প রিসোর্ট বা হোটেল যোগাযোগ করুন - ০১৮৮৯৯৯৪৪৪৩
দ্যা বিচ ক্যাম্প রিসোর্ট সুবিধা সমূহ
- দোলনার ব্যবস্থা
- খাবারের ব্যবস্থা
- হোটেলের সামনের সমুদ্র
সেন্টমার্টিন রিসোর্ট ভাড়ার তালিকা ২০২৫
সেন্টমার্টিন রিসোর্ট বুকিং সম্পর্কে তথ্য
- সেন্টমার্টিন রিসোর্ট রুম ভাড়া সব সময় উঠানামা করে
- তবে প্রতি মাসে রুম ভাড়া তুলনামূলকভাবে বেশি থাকে শুক্রবার বা শনিবার।তবে সপ্তাহে ওনুন দিনগুলো ডিসকাউন্ট পাওয়া যায়। ছুটির দিনে একটু বেশি রুম ভাড়া লাগে।
- রিসোর্ট বুকিং করার সময় অবশ্যই তার অবস্থান ভালোভাবে জেনে নিবেন। আমরা পাটিকেলের মাধ্যমে আপনাদেরকে কিছু রিসোর্ট অবস্থান সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেছি।
- রিসোর্ট বুকিং করার সময় অগ্রিম পেমেন্ট করতে হয়। সেজন্য ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন।
FAQ।সেন্টমার্টিন হোটেল লিস্ট ও ভাড়ার তালিকা ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন
কক্সবাজার থেকে সেন্টমার্টিনের দূরত্ব কত?
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। কক্সবাজার থেকে ১২০ কিলোমিটার দূরে। কক্সবাজার থেকে সেন্টমার্টিনে দূরত্ব ১৭ বর্গ কিলোমিটার।
সেন্টমার্টিন কবে থেকে যাওয়া যাবে?
সেন্টমার্টিন যাওয়ার উপযোগী সময় হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময়। এই সময় সেন্টমার্টিন এর জাহাজ চলাচল করে টেকনাফ থেকে সেন্টমার্টিন। আর অন্যান্য সময় যেতে পারবেন একমাত্র স্পিডবোট ট্রলারে। শীতের সময় ছাড়া অন্য সময় গেলে তাহলে সাগর সবসময় উত্তল থাকে।
টেকনাফ থেকে সেন্টমার্টিন কত সময় লাগে?
টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে তিন ঘন্টা। টেকনাফ থেকে আপনি যদি ট্রলারে সেন্ট মার্টিন যান তাহলে ভাড়া লাগবে ২৫০ /৩৫০ টাকা। অন্য যানবাহনে গেলে একটু কম বেশি হতে পারে।
সেন্টমার্টিন এর দৈর্ঘ্য কত?
উত্তর ও দক্ষিণের লম্বা সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। তিনটি অংশে বিভক্ত ভৌগলিকভাবে। উত্তর দিকের নাম বা দেয়া হয়েছে নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া।
বাংলাদেশে একমাত্র প্রবল দ্বীপ কোনটি?
বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ হচ্ছে সেন্টমার্টিন।৮ বর্গ কিলোমিটার একটি ছোট দ্বীপ সেন্ট মার্টিন। জোয়ারের সময় স্থলভাগ ডুবে যায়।
শেষ কথা সেন্টমার্টিন হোটেল লিস্ট ও ভাড়ার তালিকা ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন
প্রিয় পাঠক ইতিমধ্যে আপনারা আমাদের আর্টিকেল থেকে জানতে পেরেছেন সেন্টমার্টিন হোটেল লিস্ট ও ভাড়ার তালিকা ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য। যদি আজকের আর্টিকেলটি আপনার কোন উপকারে বা কাজে আসে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমাদের ওয়েবসাইটি প্রতিনিয়ত ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url