মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিম নাম ২০২৫ - শরীরে স্ট্রেচ মার্ক দাগ দূর করার উপায় কি জেনে নিন

মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিমের নাম আপনারা হয়তো অনেকের কাছে অজানা। আপনারা হয়তো অনলাইনে সার্চ করে খোঁজাখুঁজি করছেন মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিমের নাম সম্পর্কে।

মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিম নাম - শরীরে স্ট্রেচ মার্ক দাগ দূর করার উপায় কি জেনে নিন

পোষ্টসূচিপত্রমেয়েদের পেটের দাগ হওয়ার কারণ হচ্ছে সন্তান জন্মদান। সন্তান জন্ম দানের জন্য মেয়েদের পেটের দাগ হয়ে থাকে। তবে অবশ্যই সন্তান যদি সিজার করে হয় তাহলে দাগটা স্থায়ী ও হয়ে থাকে। 

মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিমের নাম

বর্তমানে অনেক মহিলা আছেন যারা সবসময় পেটের দাগ নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আপনারা যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। সন্তান জন্মদানের পরে মহিলাদের পেটে দাগ হয়। মহিলাদের বাচ্চা হওয়ার পরে এইসব দাগ কেউ বা ফেটে গেছে এরকম দাগ লক্ষ্য করা যায়।

মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিমের নাম


এই দাগের কারণে সৌন্দর্য একটি অংশ নষ্ট হয়ে যায়। এই দাগ হওয়ার কারণ হচ্ছে মহিলাদের পেটে বাচ্চা আসার পরে পেটের আকার আয়তন অনেকটা বেশি হয়ে যায। অনেকেই বলে যে এই দাগ একবারে থেকে যাবে এটা একদম ভুল কথা।কারণ বর্তমানে বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায় এই ফাটা দাগ দূর করার জন্য।


আপনারে যারা এই ফাটা ফাটা দাগ দূর করতে চান তাদের জন্য আজকে আর্টিকেলটিক গুরুত্বপূর্ণ কারণ আজকে আলোচনা করব আমরা মহিলাদের পেটে দাগ দূর করার ক্রিমের নাম। চলুন দেরি না করে তাহলে জানা যাক মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিমের নাম গুলো কি কি।
  • Stretch Marks(No1)
  • Green touch
  • Ignate
Stretch Marks(No1): Stretch Marks(No1) এই ক্রিমটি গর্ভকালীন যেসব ফাটা দাগ দেখা যায় সেসব দাগ দূর করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। মহিলার যদি মনে হয় পেটের দাগ দূর করতে হবে তাহলে অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করবেন। এই ক্রিমটির বাজারে বর্তমান মূল্য হচ্ছে ৩৫০ টাকা।

Green touch: Green touch ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন আপনার পেটে বাচ্চা থাকাকালীন অবস্থায় এছাড়াও বাচ্চা হওয়ার পরেও ব্যবহার করতে পারে। খুব তাড়াতাড়ি দাগ দূর করতে সাহায্য করবে। আপনি যদি প্রতিনিয়ত ব্যবহার করেন আশা করি ভাল ফল পাবেন। বর্তমানে এই ক্রিম কি বাজার মূল্য ৪০০ টাকা।

Ignate: Ignate ক্রিম কি আপনার পেটে যে সকল কালো দাগ রয়েছে ফাটা দাগ রয়েছে দূর করতে সাহায্য করবে। আপনার পেটের ফাটা দাগ দূর করার জন্য এই ক্রিম মাত্র ৪ সপ্তাহ ব্যবহার করলে ফল পাবেন।

যদি ফল না পান তাহলে অবশ্যই আপনাকে মানিব্যাগ গ্যারান্টি দেয়া হবে। বর্তমানে এই ক্রিমটি বাজার মূল্য হচ্ছে ৫০০ টাকা।

উল্লেখিত ক্রিম গুলো যদি আপনি ব্যবহার করেন দেখবেন আপনার পেটের ফাটা দাগ দূর হয়ে গেছে। তবে অবশ্যই আপনি যদি আপনার পেটের ফাটা দাগ দূর করতে চান তাহলে অবশ্যই তিনটি ক্রিমের মধ্যে যে কোন একটি ব্যবহার করবেন।

অবশ্য ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তবে অবশ্যই ক্রিম গায়ে লেখাগুলো দেখে কিনবেন। কারণ বর্তমান বাজারে অনেক রকমের ক্রিম বের হয়েছে। নকল হতে সাবধান।

মহিলাদের পেটে ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায়

বর্তমানে অনেক মহিলাদের বাচ্চা জন্মদানের পরে পেটে ফাটা দাগ দেখা যায়। অনেক মহিলায় পেটের ফাটা দাগ নিয়ে চিন্তার মধ্যে পড়ে যায়। আপনাদের এই ফাটা দূর করার জন্য আজকের আর্টিকেলটি আমরা সাজিয়েছি তাই মনোযোগ সহকারে পড়ুন আর জেনে নিন মহিলাদের পেটের ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন দেরি না করে জানা যাক
  • লেবু
  • অ্যালোভেরা
  • অপেল ও ভিনিগার
  • জোজোবা তেল
  • সরিষার তেল এবং হলুদ
লেবু: আপনি যদি আপনার শরীরে ফাটা দাগ বা যে কোন দাগ দূর করতে চান তাহলে অবশ্যই কার্যকরী উপাদান হচ্ছে লেবু। প্রথমে তো আপনাকে একটি লেবুর টুকরা নিতে হবে। তারপরে আপনার ফাটা দাগের ওপরে ১০ থেকে ২০ মিনিট ভালোভাবে ঘষুন।

কিছুদিন ব্যবহার করুন দেখবেন আপনার শরীরের ফাটা দাগ দূর হয়ে গেছে।

অ্যালোভেরা: ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে অ্যালোভেরা। একটি এলোভেরা টুকরো নিয়ে আপনার ফাটা দাগের ওপরে মালিশ করুন। দেখবেন আপনার ফাটা দাগ খুব দ্রুত দূর হয়ে গেছে।

অপেল ও ভিনিগার : অপেল ও ভিনিগার আপনার শরীরের ভিতরে যেমন কাজ করে তেমন বাইরেও কাজ করে। আপনি যদি আপনার শরীরের ফাটা দাগ দূর করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন অপেল ও ভিনিগার।

অপেল ও ভিনিগার নিন তারপরে আপনার ফাটা জায়গাতে ভালোভাবে মেসেজ করুন। অবশ্যই মনে রাখবেন এটি ঘুমানোর আগে করবেন। এবং সকালে উঠে ভালোভাবে ধুয়ে ফেলবেন।

জোজোবা তেল: জোজোবা তেলটি ফাটা দাগ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকর। আপনি যদি আপনার শরীরে পাঠালাম দূর করতে চান তাহলে অবশ্যই এই তেলটি ব্যবহার করুন। আপনার শরীরে এই তেল দিয়ে মালিশ করুন ভালোভাবে দেখবেন খুব তাড়াতাড়ি ফল পাবেন।

সরিষার তেল এবং হলুদ: আপনি যদি আপনার শরীরে ফাটা দাগ দূর করতে চান তাহলে অবশ্যই সরিষার তেল এবং হলুদ একসঙ্গে মিশে পেস্ট তৈরি করুন। তারপর আপনার শরীরের ফাটা অংশে ভালোভাবে মেসেজ করুন। এভাবে কিছু দিন ব্যবহার করুন দেখবেন আপনার শরীরে ফাটা দেওয়া খুব তাড়াতাড়ি দূর হয়ে গেছে।

আশা করি আজকে আর্টিকেল থেকে আপনাদেরকে বুঝাতে পেরেছি শরীরের ফাটা দাগ দূর করার ঘরোয়া ও উপায়গুলো সম্পর্কে।

স্ট্রেচ মার্কস কি

সমস্যাকে চিনে নেওয়া সমস্যা সমাধানের প্রথম ধাপ। তাহলে অবশ্যই আমাদের আগে জানতে হবে স্ট্রেচ মার্কস কি? চলুন তাহলে জানা যাক কোলাজেন বা ইলাস্টিসিটি কমে যাওয়ার কারণে ত্বকে দেখা দেয় এক ধরনের দাম যাকে বলা হয় স্ট্রেচ মার্কস।অস্বাভাবিক ওজন বৃদ্ধি হরমোনজনিত সমস্যা ও নারীদের গর্ভধারণের সময় পেটের আয়তন বেড়ে যাওয়ার কারণে যে দাগ দেখা যায় তাকে স্ট্রেচ মার্কস।


স্ট্রেচ মার্ক দেখতে লম্বা।রং কখনো ফ্যাকাসে ও লালচে এমন বেগুনি রঙেরও হয়। মহিলাদের বাড়তি ওজনের কারণে শরীরের চামড়ার আয়তন অনেকটা বেড়ে যায়। তখন মহিলাদের ত্বকে টানটান ভাবটা নষ্ট হয়ে যায়।

কোলাজেন ফাইবার ছিড়ে যায় ত্বকের এর জন্য তোকে এমন দাগ দেখা দেয়। এর কারণে ত্বকের ভেতরকার স্তরটি অনেকটা দুর্বল হয়ে পড়ে এ কারণে ফাটা দাগের সৃষ্টি হয়। স্ট্রেচ মার্ক অনেক রকমের রয়েছে। যেমন
  • Striae Rubrae
  • Striae albae
  • Striae Gravidarum
Striae Rubrae: Striae Rubrae ফাটা দাগগুলো দেখতে কিছুটা লাল বা গোলাপি রঙের হয়ে থাকে। তোকে প্রথম দিক যখন ফেটে যাওয়া শুরু করে তখন এই অবস্থা দেখা দেয়।

Striae albae: Striae albae এ দাগগুলো দেখতে সাধারণত সাদা রংয়ের হয়ে থাকে। কিন্তু এই দাগগুলো অনেক দেরিতে দেখা যায়। অনেকের পেটের নিচে সাইডে বাহুতে সাদা সাদা ফাটা দাগ থাকে।
Striae Gravidarum: Striae Gravidarum দেখা দেয় বেশি প্রেগনেন্সিতে।

স্ট্রেচ মার্ক দূর করা কার্যকরী উপায়

সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করে ওজন নিয়ন্ত্রণ করার ফলে দূর করা সম্ভব হয় স্ট্রেচ মার্ক।কিন্তু অনেক ব্যস্ততার মাধ্যমে থাকার কারণ নিয়মিত রুটিন মেনে চলা হয় না। তখন উপায় না পেয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিতে হয়। তপন ডাক্তার বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকে।


বর্তমানে কিছু উপাদান আছে সেগুলো ব্যবহার করে দূর করা যায় স্ট্রেচ মার্ক।চলুন দেরি না করে তাহলে জানাজার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গুলো
  • ভিটামিন এ (ট্রেটিনইন, রেটিন- এ,রেটিনক এসিড)
  • কোকোয়া বাটার ও শিয়া বাটার
  • ট্রিটমেন্ট
  • মাইক্রোনিডলিং ফর্মুলা
  • ভিটামিন এ (ট্রেটিনইন, রেটিন- এ,রেটিনক এসিড)
স্কিনের কোলাজেনের মাত্রাকে বাড়িয়ে দেয় ভিটামিন এ কম্পউন্ডের রেটিনয়েড। কুঁচকে যাওয়া ভাব দূর করে স্ট্রেচ মার্ক।অবশ্যই আ ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে আপনাকে রেটিনয়েড।ভিটামিন এ একটি কার্যকর ক্রিম হচ্ছে বায়োজিনের Mesotech Maxwhite - Strong skin action যা আপনার সম্পূর্ণ দাগ দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনবে। Dermofuture active collagen in gel স্কিনে বাড়িয়ে দেয় কোলাজেনের।

কোকোয়া বাটার ও শিয়া বাটার

স্কিনের ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে কোকোয়া ও শিয়া দুইটি বাটার। স্কিনের স্ট্রেচ মার্ক মুছে ফেলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী। কোকোয়া বাটার ও শিয়া বাটার উপাদান দুটি স্কিনকে নরম ও কোমল করতে সাহায্য করে।


কোকোয়া বাটার ও শিয়া বাটার বেশ কয়েকটি গুণসম্পন্ন প্রডাক্ট আছে যা দাগ নির্মূল করতে সাহায্য করে। নিজে প্রোডাক্টগুলো নাম দেয়া হলো
  • Mesotech Reoil skin Nutrition
  • Scarsilc Advanced Silicone Gel for Scars
  • Dermedic Melumin Depigmenting anti dark spot nighat cream
  • ট্রিটমেন্ট
আপনি যদি শুধু শরীরের প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে হবে না ট্রিটমেন্ট ও শরীরের করতে হবে তাহলে দূর করা সম্ভব হবে স্ট্রেচ মার্ক। তার জন্য আপনাকে নিতে হবে বিশেষজ্ঞ ও ডাক্তারের পরামর্শ। স্ট্রেচ মার্কর ট্রিটমেন্ট করা সম্ভব দুইটি ফর্মুলাতে ডার্মোরোলার ও মাইক্রোনিডলিং।

মাইক্রোনিডলিং ফর্মুলা

মাইক্রোনিডলিং ফর্মুলা স্ট্রেচ মার্কর দূর করা কার্যকরী উপায় সিরাম ত্বকে ব্যবহার করে। একটি উপাদান যা ত্বকের স্ট্রেচ মার্ক দূর করতে অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ এসব সিরাম। ডার্মাটোলজিস্ট স্বীকৃত একটি স্ট্রেচ মার্ক সিরাম হচ্ছে Global Meso Cocktail এইসব থেরাপির মাধ্যমে স্ট্রেচ মার্ক দাগ দূর হতে থাকে।

স্ট্রেচ মার্ক পেটের ফাটা দাগ দূর করা ক্রিম এর নাম

আজকে আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব স্ট্রেচ মার্ক পেটে ফাটা দাগ দূর করার ক্রিমের নাম। স্ট্রেচ মার্ক হচ্ছে সন্তান জন্ম দেয়ার পরে যে সব পেতে দাগ পড়ে সেগুলোকে বলা হয়। এই দাগ দূর করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের আর্টিকেলে বিভিন্ন ক্রিম নিয়ে আলোচনা করেছি শুরুতে।

তারপরে আপনাদের সুবিধার্থে আমরা সবাইকে বেয়ে আবারো কিছু ক্রিমের নাম উল্লেখ করলাম।
  • Stretch Marks (No1)
  • Ignate
  • Green Touch
উল্লেখিত ক্রিম গুলো ব্যবহার করে আপনি খুব দ্রুত আপনার ফাটা দাগ দূর করতে পারেন।আশা করি আজকে আর্টিকেল মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি।

পেটের কালো দাগ দূর করার উপায়

বর্তমানে অনেক মহিলা রয়েছে পেটের কালো দাগ দূর করার জন্য বিভিন্ন অনলাইন এ সার্চ করে খোঁজাখুঁজি করে। আপনারা যারা পেটের দাগ নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের আর্টিকেলটি আমরা সাজিয়েছি।

আজকের আর্টিকেলের মাধ্যমে জানাবো পেটের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য। তবে অবশ্যই পেটে কালো দাগ দূর করার জন্য আপনাকে প্রথমে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাছাড়া আপনি পেটে কালো দাগ দূর করতে পারেন ঘরোয়া উপায়।

আমরা যেসব ক্রিমের নাম উল্লেখ করছি এইসব ক্রিমগুলো ব্যবহার করতে পারেন। আপনি যে কোন একটি ক্রিম বেছে নিয়ে আপনি ব্যবহার করুন। ক্রিম ব্যবহারের ফলে আপনার ফাটা খুব দ্রুত দূর হয়ে যাবে। ক্রিম গুলো খুবই কার্যকরী। আশা করি আপনাদের বুঝাতে 

FAQ।মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিম নাম - শরীরে স্ট্রেচ মার্ক দাগ দূর করার উপায় কি জেনে নিন 

শরীরের সাদা ফাটা দাগ কেন হয়? 

শরীরের বাড়তি ওজনের কারণে  চামড়ার আয়তন বেড়ে যায়। তখন টানটান ভাব নষ্ট হয়ে যায় ত্বকের। কোলোজেন ফাইবার ছিঁড়ে যায় ত্বকে সে কারণে এমন দাগের সৃষ্টি হয়। তর্কের ভিতরের স্তরটি অনেক দুর্বল হয়ে পড়ে এবং এমন ফাটা দাগের সৃষ্টি করে। 

Melao Cream এর কাজ কি? 

Melao Cream এই ক্রিম এর কাজ হচ্ছে যে কোন ফাটা দাগ দূর করে খুব তাড়াতাড়ি। প্রেগনেন্সির সময় যেসব ফাটা দাগ সৃষ্টি হয় সেগুলো কমাতে খুব কার্যকর ভূমিকা রাখে।

স্ট্রেচ মার্কস কি? 

কোলাজেন বা ইলাস্টিসিটি ত্বকে  কমে যাওয়ার কারণে তৈরি হয় এক ধরনের দাগ তাকে বলা হয় স্ট্রেচ মার্কস।

মহিলাদের পেটে দাগ দূর করার ক্রিমের নাম কি? 

  • stretch Marks(no1)
  • Green touch
  • Ignate

শেষ কথা।মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিম নাম - শরীরে স্ট্রেচ মার্ক দাগ দূর করার উপায় কি জেনে নিন 

আজকের আর্টিকেলে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন মহিলাদের পেটের দাগ দূর করার ক্রিমের নাম এবং বিস্তারিত তথ্য। আজকে আর্টিকেলটি যদি আপনাদের কোন কাজে ব্যবহার আসে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।

আর আজকের আর্টিকেল কি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন। আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url